বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে

  • প্রতিনিধি, পটুয়াখালী   
  • ২০ মার্চ, ২০২৪ ১৩:৫৯

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে শিশুটি ঘরের বাইরে বের হলে অপূর্ব, মন্টু, জীবন, নুর আলম, শুভসহ আরও অজ্ঞাতনামা দুইজন তাকে একটি নির্মাণাধীন বাড়ির চতুর্থ তলায় নিয়ে যান। এরপর রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিশুটিকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করা হয়।

নারায়ণগ‌ঞ্জের ফতুল্লায় ১৩ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া এলাকা থেকে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ ও পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের সদস‌্যরা যৌথভাবে আসামিকে গ্রেপ্তার করে‌।

র‌্যাব-৮ পটুয়াখালীর অধিনায়ক মেজর সোহেল রানা বিষয়টি নি‌শ্চিত করেছেন।

গ্রেপ্তার মাসুদ রানা মন্টু‌ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ফতুল্লার মাসদাইর এলাকায় একটি সুতার কারখানায় কাজ করে ১৩ বছর বয়সী ওই শিশু। গত ২৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে শিশুটি ঘরের বাইরে বের হলে অপূর্ব, মন্টু, জীবন, নুর আলম, শুভসহ আরও অজ্ঞাতনামা দুইজন তাকে একটি নির্মাণাধীন বাড়ির চতুর্থ তলায় নিয়ে যান। এরপর রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিশুটিকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় প্রাথমিকভাবে একটি ধর্ষণ মামলা করা হয়।

পরব‌র্তী সময় ধর্ষণের শিকার ওই শিশু তার জবানবন্দিতে অপূর্ব, জীবন, মন্টু এবং শুভর নাম উল্লেখ করে নির্যাতনের বিষয় ব্যাখ্যা করে।

এ বিভাগের আরো খবর