বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৫ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ১৮ মার্চ, ২০২৪ ০৯:০২

চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘ভোর পৌনে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনা কবলিত রেললাইন সাময়িক মেরামতের পর চট্টগ্রামমুখী ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। লাইন মেরামতের পরপরই লাকসাম রেলওয়ে জংশনে আটকে থাকা ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।’

কুমিল্লার নাঙ্গলকোটে ‘বিজয় এক্সপ্রেস’ নামের ট্রেনের বেশ কিছু বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল।

লাইনচ্যুত হওয়া পাঁচটি বগির উদ্ধারকাজ চলছে। একই সঙ্গে চলছে রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত।

নাঙ্গলকোটে রোববার বেলা দুইটার দিকে বিজয় এক্সপ্রেসের ১৮টি বগির মধ্যে আটটি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে, যার ফলে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০০ মিটার রেললাইন।

রেলওয়ে কর্তৃপক্ষ সোমবার ভোররাত পাঁচটার দিকে ট্রেন চলাচলের জন্য ডাউন লাইনকে উপযুক্ত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘ভোর পৌনে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনা কবলিত রেললাইন সাময়িক মেরামতের পর চট্টগ্রামমুখী ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। লাইন মেরামতের পরপরই লাকসাম রেলওয়ে জংশনে আটকে থাকা ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।’

এ বিভাগের আরো খবর