বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাহাজটিকে অন্য কোথাও সরিয়েছে জলদস্যুরা: কবির গ্রুপ 

  • প্রতিনিধি, চট্টগ্রাম   
  • ১৬ মার্চ, ২০২৪ ১০:৪২

কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, জাহাজটি আগের অবস্থানে নেই। বিকেলে নোঙর তুলে সরিয়ে নিয়েছে জলদস্যুরা। সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে জাহাজটি বৃহস্পতিবার নোঙর করে। এক দিনের মাথায় শুক্রবার জাহাজটির নোঙর তুলে ফেলা হয় এবং বিকেলে জাহাজটিকে অন্য কোথাও সরিয়ে নেয়া হয়।’

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া ‘এমভি আবদুল্লাহ’ নামের বাংলাদেশি জাহাজকে সোমালিয়ার গারাকাদ উপকূল থেকে শুক্রবার অন্য কোথাও সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে মালিক প্রতিষ্ঠান কবির গ্রুপ।

বাংলাদেশ সময় শুক্রবার বেলা তিনটার দিকে জাহাজটির নোঙর তোলা হয় বলে জানান কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারেন গ্রুপের কমকর্তারা। জাহাজটিতে ২৩ জন ক্রু আছেন।

সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে বৃহস্পতিবার জাহাজটিকে নোঙর করা হয়েছিল। পরের দিন কবির গ্রুপের কর্মকর্তা মিজানুল সাংবাদিকদের বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি জাহাজটি আগের অবস্থানে নেই। বিকেলে নোঙর তুলে সরিয়ে নিয়েছে জলদস্যুরা।

‘সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে জাহাজটি বৃহস্পতিবার নোঙর করে। এক দিনের মাথায় শুক্রবার জাহাজটির নোঙর তুলে ফেলা হয় এবং বিকেলে জাহাজটিকে অন্য কোথাও সরিয়ে নেয়া হয়।’

মিজানুল আরও বলেন, ‘জলদস্যুরা সবসময় নিরাপদ জায়গা খোঁজে। হয়তো সে কারণে জাহাজটি অন্য কোথাও সরিয়ে নিয়েছে তারা।’

এদিকে ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৃহস্পতিবার জানায়, এমভি আবদুল্লাহর ওপর নজর রাখতে ইইউর একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরো খবর