বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নওগাঁয় খুচরা দোকানে সরকারি চাল

  • প্রতিনিধি, নওগাঁ    
  • ১৫ মার্চ, ২০২৪ ১১:১৩

দোকান মালিক ছানোয়ার হোসেন বলেন, ‘আমি তো জানি না এগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল যা দোকানে কিনে রাখা যাবে না। একজন গ্রাম পুলিশ, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মী চাল আমার কাছে বিক্রি করেছে। তাই দোকানে রেখেছি।’

নওগাঁর পত্নীতলায় একটি দোকানে ১১ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল মজুদ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

নজিপুর পৌর শহরের নতুনহাট বাজারে শৌখিন ট্রেডার্সের মালিক ছানোয়ার হোসেনের খুচরা চালের দোকানে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, দোকান ঘরে সারিবদ্ধ করে রাখা আছে ১১ বস্তা চাল। বস্তার ওপরে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান।

নতুনহাট এলাকার স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম, সাগর হোসেনসহ কয়েক বলেন, এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী আছেন যারা নিয়মিত সরকারি চাল গোপনে কিনে বস্তা পাল্টিয়ে বিক্রি করে থাকে। কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় তাদের এক ধরনের ব্যবসা।

কথা হলে দোকান মালিক ছানোয়ার হোসেন বলেন, ‘আমি তো জানি না এগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল যা দোকানে কিনে রাখা যাবে না। একজন গ্রাম পুলিশ, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মী চাল আমার কাছে বিক্রি করেছে। তাই দোকানে রেখেছি।’

তিনি বলেন, ‘তারা এগুলো সম্ভবত সরকারিভাবে রেশন হিসেবে পায়। এর বেশি কিছু বলতে পারব না।’

বিষয়টি নিয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনকে দ্বিতীয় বারের মতো রাত ৮টার দিকে তাকে ফোন করা হলে তিনি বলেন, সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর