বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৌলভীবাজারে আসামি ধরতে গিয়ে আহত ৪ পুলিশ

  • প্রতিনিধি, মৌলভীবাজার   
  • ১৪ মার্চ, ২০২৪ ১০:০৭

পুলিশের ভাষ্য, মঙ্গলবার উপজেলার হোসেনপুর এলাকার আজাদ মিয়ার নামে থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়। এর এক দিন পর বুধবার বিকেলে আসামি আজাদকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযানে যান থানার এসআই সালাউদ্দিন মিফতাহ, আনোয়ার মিয়া, এএসআই তপন দেব ও কনস্টেবল আফরোজ মিয়া। ওই সময় আজাদকে আটকের চেষ্টাকালে তার পরিবারের লোকজন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। পরে ঘটনাস্থল থেকে আসামি আজাদ মিয়া পালিয়ে যান।

মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার বিকেলে ধর্ষণচেষ্টা মামলার আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন থানা পুলিশের চার সদস্য।

উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে আসামির পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর ওই হামলা চালান।

আসামির পরিবারের সদস্যদের হামলায় আহত হন বাদীপক্ষের আরও তিনজন।

আহত ব্যক্তিরা হলেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মিফতাহ, আনোয়ার মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) তপন দেব, কনস্টেবল আফরোজ মিয়া, মামলার বাদী, তার মা ও ভাই। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের ভাষ্য, মঙ্গলবার উপজেলার হোসেনপুর এলাকার আজাদ মিয়ার নামে থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়। এর এক দিন পর বুধবার বিকেলে আসামি আজাদকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযানে যান থানার এসআই সালাউদ্দিন মিফতাহ, আনোয়ার মিয়া, এএসআই তপন দেব ও কনস্টেবল আফরোজ মিয়া। ওই সময় আজাদকে আটকের চেষ্টাকালে তার পরিবারের লোকজন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। পরে ঘটনাস্থল থেকে আসামি আজাদ মিয়া পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, হামলার খবর পেয়ে থানার অন্য পুলিশ সদস্যরা আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

কুলাউড়া থানার ওসি আলী মাহমুদ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামি আজাদকে ধরতে পুলিশের অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর