বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কী হবে জানি না, দোয়া করো’

  • প্রতিনিধি, ফেনী   
  • ১৩ মার্চ, ২০২৪ ১৯:৪৮

বিপ্লবের স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন, ‘গতকাল দুপরে শেষ কথা হয়েছে। ও বলেছে- আমরা দস্যুদের হাতে আটক হয়েছি। কী হবে জানি না, দোয়া করো।’

সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ অপহরণের ঘটনায় জাহাজে থাকা ২৩ ক্রুয়ের একজন ফেনীর ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব।

তিনি জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞার মোমারিজপুর গ্রামের আবুল হোসেন ভূইয়া ও রৌশনারার সন্তান। জাহাজটিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ইব্রাহিম।

দুই ছেলের বাবা ইব্রাহীম খলিল ৮ বছর আগে জাহাজের চাকরিতে যান। চার মাস আগে একমাস বাড়ি থেকে আবারও ফেরেন সাগরে।

মঙ্গলবার বিকেল ৫টা ৪০মিনিটে বাবার সঙ্গে সবশেষ কথা বলেন বিপ্লব। বাবাকে জানান সোমালিয়া জলদস্যুরা তাদের জাহাজটি আটক করার কথা।

তার স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন, ‘গতকাল দুপরে শেষ কথা হয়েছে। ও বলেছে- আমরা দস্যুদের হাতে আটক হয়েছি। কী হবে জানি না, দোয়া করো।’

আবুল হোসেনের ভূইয়ার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিও তিনি।

বিপ্লবকে ফিরে পেতে কান্নাজড়িত কণ্ঠে সরকার ও জাহাজ মালিকের সহযোগিতা কামনা করেছেন তার বাবা।

এ বিভাগের আরো খবর