ভারত মহাসাগরে জলদস্যুর কবলে আটকা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর ইঞ্জিনিয়ার রোকন উদ্দীনের গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বাঘরুয়া গ্রামের মিরাজ আলী ও লুৎফুন্নাহার আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় মেরিন ইঞ্জিনিয়ার রোকন উদ্দীন। লেখাপড়া শেষ করে এমভি আব্দুল্লাহর থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন তিনি।
সম্প্রতি আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে জাহাজটি ২৩ ক্রু নিয়ে দুবাইয়ের উদ্দেশে যাচ্ছিল। ভারত মহাসাগরে পৌঁছালে সোমালি জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি।
এতে জাহাজে থাকা অন্যান্যদের সঙ্গে আটকা পড়েছেন রোকনও। দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব খবর ছড়িয়ে পড়লে রোকনের গ্রামের বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছেলের ছবির বুকে নিয়ে বারবার মুর্চ্ছা যাচ্ছেন রোকনের মা লুৎফুন্নাহার। পরিবারের অন্যান্য লোকজনের মধ্যেও চলছে আহাজারি।
কান্নাজড়িত কন্ঠে মা লুৎফুন্নাহার জানান, সবশেষ গত সোমবার ভোরে কথা হয় তার সঙ্গে।
গ্রামের ছেলের এমন খবরে হতবাক এলাকাবাসীও। বাবা-মা ও পরিবারের সদস্যসহ পুরো এলাকাবাসী সরকারের কাছে রোকনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছে।