দেশের দুইটি বিভাগে বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটি বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে।
পূর্বাভাসে বুধবারের বৃষ্টিপাত নিয়ে বলা আছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে খুলনা ও বরিশালের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আজকের তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা আছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সিনপটিক অবস্থান নিয়ে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মঙ্গলবার সকালে ছিল ৯১%। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬টা ৭ মিনিটে এবং বুধবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬টা ৮ মিনিট।