বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহীর সানি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

  • প্রতিবেদক, রাজশাহী    
  • ১২ মার্চ, ২০২৪ ১০:৫৮

সনি হত্যা মামলায় মোট আসামি ছিল ৯ জন। এদের মধ্যে পাঁচজন শিশু। তাদের বিচার শিশু আদালতে হচ্ছে।

রাজশাহীতে সানি হত্যা মামলায় দুইজন আসামিকে যাবজ্জীবন এবং দুজনকে খালাস দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মহিদুজ্জামান সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. মঈন আন্নাফ মাহবুব আলম ও হাবিবা কুমকুম ঐশী। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন নাজরিন আক্তার বিথি বেগম ও সালাউদ্দিন বিপ্লব।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর আইনজীবী এনতাজুল হক বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২ সালের ৩ জুলাই সন্ধ্যায় নগরীর দড়ি খরবোনার রফিকুল ইসলাম পাখির ছেলে সনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় রাত পৌনে ৯টার দিকে চারজন মিলে সনিকে একটি মসজিদের পাশে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও ১৪ থেকে ১৫ জন উপস্থিত ছিলেন। এরপর আসামিরা সনিকে চাকুসহ ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনায় তার মৃত্যু হয়।

সনির বাবা রফিকুল ইসলামের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

সনি হত্যা মামলায় মোট আসামি ছিল ৯ জন। এদের মধ্যে পাঁচজন শিশু। তাদের বিচার শিশু আদালতে হচ্ছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর