বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধানি জমিতে ধরা পড়া হরিণকে পাঠানো হলো বনে

  • প্রতিনিধি, মৌলভীবাজার   
  • ১০ মার্চ, ২০২৪ ০৯:৪৮

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় শনিবার বিকেলে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।’

মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে চলে আসা একটি হরিণকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

উপজেলার আলীনগর ইউনিয়নের কালীপুর এলাকার একটি ধানি জমিতে শনিবার দুপুরে মায়া হরিণটি ধরা পড়ে।

আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, ‘ইউনিয়নের কালীপুর গ্রামে শনিবার দুপুরে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধানের জমি থেকে ধরে স্থানীয় কয়েকজন যুবক। এ বিষয়টি আমাকে জানানো হয়।

‘আমি কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জ ও স্থানীয় গনমাধ্যমকে অবগত করি। পরে স্থানীয়দের সহযোগিতায় মায়া হরিণকে রাজকান্দি রেঞ্জ বনে নিয়ে যায়। সেখান থেকে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হরিণটিকে নিয়ে যায়।’

রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান রাজু ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে মায়া হরিণটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসি। পরে মৌলভীবাজার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে মায়া হরিণটি হস্তান্তর করা হয়।’

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় শনিবার বিকেলে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

‘ধারণা করা হচ্ছে হরিণটি রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিট এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসেছিল।’

এ বিভাগের আরো খবর