বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোনারগাঁয়ে উপনির্বাচনে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ৯ মার্চ, ২০২৪ ২৩:২৮

উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ইউপি উপনির্বাচনের  ফল প্রকাশকে কেন্দ্র করে পরাজিত ও বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ আরও পাঁচজন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি সদস্য পদে উপনির্বাচনকে কেন্দ্র করে পরাজিত ও বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হৃদয় ভূঁইয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অনন্ত ৫ জন।

শনিবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী ফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ভূইয়া দুধঘাটা গ্রামের আমির আলী ভূইয়ার ছেলে। তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কায়সার আহম্মেদ রাজুর সমর্থক।

গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মোশাররফ হোসেন। তিনি জানান, ‘হৃদয় ভূঁইয়া নামের ওই যুবককে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। তার বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী জানান, শনিবার উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণ শেষে গণনায় আজিজ সরকার মোরগ প্রতীকে ৯২৯ ভোট ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু ৮১১ ভোট পান। এ নিয়ে দুই প্রার্থীর লোকজনের মধ্যে হামলা, সংঘর্ষ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভোট গণনা শেষে কেন্দ্রে ফলাফল জানানোর পর পরাজিত ও বিজয়ী প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্র থেকে প্রিসাইডিং অফিসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পরাজিত প্রার্থীর লোকজন। ভাংচুর করা হয় পুলিশের গাড়ি। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হৃদয় ভূঁইয়া নামে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উভয় পক্ষের আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি কামরুজ্জামান জানান, পুলিশের সহকারী উপ-পরিদর্শক খবিরউদ্দিন ও কনস্টেবল মঞ্জু মিয়া এবং পরাজিত ও বিজয়ী প্রার্থীর সর্মথক আব্দুস সালাম, কবির হোসেন, নূর মোহাম্মদ, আল আমিন ও ফারুক মিয়া আহত হয়েছেন। তাদের মধ্যে ফারুককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরাও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গণ্ডগোল হয়। এ সময় তারা প্রিসাইডিং অফিসারসহ পুলিশের ওপর হামলা করে। এতে দুজন পুলিশ সদস্য আহত হন।

সংঘর্ষের ঘটনায় হাসপাতালে নেয়ার পর এক যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ জানে। তবে কার গুলিতে মারা গেছে সেটি তদন্ত করে যারা জড়িতদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মুজিবুর রহমান গত বছরের ২০ মে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এ পদটি শূন্য হয়। শনিবার সেই শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো খবর