বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নাটোরে মহাসড়ক অবরোধ

  • প্রতিনিধি, নাটোর   
  • ৯ মার্চ, ২০২৪ ২১:১৮

হামলাকারীদের আটক ও বিচার দাবিতে শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে রাখার ঘটনা ঘটে। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

নাটোরে নাজমুল হাসান নাহিদ নামে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পাঁচ শতাধিক দোকান বন্ধ করে দফায় দফায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই ঘটনা ঘটে। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, তিনদিন আগে কয়েক যুবক উপজেলার দক্ষিণ মালিপাড়ায় গোরস্তান কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল হবে জানিয়ে লিফলেট ছাপিয়ে বনপাড়া বাজারে চাঁদা তুলছিল।

বাজারের হীরা মার্কেটের ব্যবসায়ীরা খোঁজ নিয়ে জানতে পারেন যে, সেখানে কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়নি। পরে ব্যবসায়ীদের কয়েকজন চাঁদা নেয়ার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিষয়টি মিথ্যা উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সচেতন হতে বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে মহিষভাঙ্গা গ্রামের কয়েক যুবক হীরা মার্কেটে গিয়ে রংধনু গার্মেন্টসের মালিক ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নাহিদকে দোকান থেকে ডেকে নিয়ে কাঠের বাটাম ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।

ব্যবসায়ীকে মারধরের এ খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসে। পরে উপজেলা কৃষক লীগসহ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ব্যবসায়ীদের সঙ্গে আন্দোলনে অংশ নেয়। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এক পর্যায়ে তারা নাটোর-পাবনা-খুলনা মহাসড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। এ সময় উত্তেজনা থামাতে গেলে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা।

পরে স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও আবু রাসেল ও বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ঘটনাস্থলে এসে দায়ীদের দ্রুততম সময়ের মধ্যে আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

এ বিভাগের আরো খবর