মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্কুলশিশুকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা করা হয়েছে।
উপজেলার জায়ফরনগর ইউনিয়নের একটি গ্রামে সোমবার দুপুরে স্থানীয় স্কুলের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এ মামলা করা হয়।
শিশুটির পালক মা বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেন। মামলার আসামি পলাতক।
মামলার অভিযোগে বলা হয়, ওই ছাত্রী স্কুল থেকে সোমবার দুপুরে একা বাড়িতে ফেরে। তার বাড়িতে তখন কেউ ছিলেন না। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরে ঘরের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করেন।
স্থানীয় একাধিক ব্যক্তির ভাষ্য, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি এর আগে পাঁচ থেকে ছয় শিশু ও কয়েকজন নারীকে ধর্ষণ করেন।
জুড়ী থানার ওসি এসএম মাঈন উদ্দিন ধর্ষণের অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুটির মেডিক্যাল পরীক্ষা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।