বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাথা উঁচু করে থাকতে শিখিয়েছেন শেখ হাসিনা: অর্থমন্ত্রী

  • প্রতিনিধি, দিনাজপুর   
  • ৮ মার্চ, ২০২৪ ২০:০৪

অর্থমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। ‘জয় বাংলা’ স্লোগান বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর জন্যও স্লোগান দিতে হবে।’

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৎকালীন তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ করেছিল জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, “সারা দেশের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল সেই যুদ্ধে। যারা আমাদের অসম যুদ্ধে প্রাণনাশ করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, ‘জয় বাংলা’ স্লোগান শুনে তাদের বুক কেঁপে উঠত।”

শুক্রবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলার বাংলা ভাষা কলেজের চার তলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। ‘জয় বাংলা’ স্লোগান বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর জন্যও স্লোগান দিতে হবে। শেখ হাসিনা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন- এজন্য দোয়া করতে হবে। তার নেতৃত্বে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখিয়েছেন মাথা উঁচু করে থাকতে। আমরা স্বাধীন ও গর্বিত জাতি, আমরা কারও কাছে মাথা নত করব না।”

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশ উল্টো পথে যাত্রা শুরু করে। কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা সগৌরবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তারপর তিনি নির্বাচনের মাধ্যমে পরপর প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করে বাংলাদেশকে আজ এতদূর নিয়ে এসেছেন। তাতে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এই প্রতিষ্ঠানের দায়িত্ব অধ্যক্ষকে নিতে হবে। দায়িত্ব গ্রহণে অবহেলা করা যাবে না। আমরা অবহেলার পথে যেতে চাই না। আমরা উন্নয়নের পথে যেতে চাই। সবকিছুর চেহারা পাল্টে গেছে। আগে কী ছিল, আর এখন কী হয়েছে। সবই উন্নয়নের ছোঁয়া।’

তিনি আরও বলেন, ‘এ কলেজে লেখাপড়ার মান অনেক ভালো। লেখাপড়া আরও ভালো হোক। আপনাদের এ কলেজে সংযোজন হচ্ছে নতুন একাডেমিক ভবন। আপনাদের চলার পথ সুগম হোক, চলার পথ সাফল্যে ভরে উঠুক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনূর ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, অত্র কলেজের অধ্যক্ষ শাহ্ মো. আবু হাসান টুটুল প্রমুখ।

এর আগে কলেজ প্রাঙ্গণে অর্থমন্ত্রী পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোনাজাতে অংশ নেন।

এ বিভাগের আরো খবর