বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উখিয়া সীমান্তে অনুপ্রবেশ চেষ্টাকারীর গ্রেনেডে আহত যুবকের মৃত্যু

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ৮ মার্চ, ২০২৪ ১৫:২০

মোবারকের স্ত্রী মরিয়ম জানান, তাদের দুই মেয়ে ও এক ছেলে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন মোবারক। প্রতিদিনের মতো কৃষিজমিতে কাজ করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি। 

মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সশস্ত্র সংঘাতের মধ্যে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকারী একজনের ছোড়া গ্রেনেডে আহত যুবক আনোয়ার সালাম মোবারকের মৃত্যু হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে বৃহস্পতিবার গভীর রাতে ৩২ বছর বয়সী এ যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান।

গ্রেনেডে প্রাণ হারানো মোবারকের বাড়ি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকায়, যার বাবার নাম আবদুস সালাম।

পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আলতাজ আহমদ জানান, গত ৭ ফেব্রুয়ারি আনোয়ার সালাম মোবারক সীমান্তবর্তী জমিতে কাজ করছিলেন। ওই সময় মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকারী এক যুবককে দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করেন তিনি। এর একপর্যায়ে অনুপ্রবেশের চেষ্টাকারী হাতে থাকা গ্রেনেড মোবারকের দিকে ছুড়ে মারেন, যার ফলে গুরুতর আহত হন এ যুবক।

মেম্বার আরও জানান, খবর পেয়ে স্থানীয়রা মোবারককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আলতাজ আরও জানান, চমেক হাসপাতালে মোবারকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আবারও কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

মোবারকের স্ত্রী মরিয়ম জানান, তাদের দুই মেয়ে ও এক ছেলে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন মোবারক। প্রতিদিনের মতো কৃষিজমিতে কাজ করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি।

শ্বশুর জাগির হোছেন জানান, গ্রেনেড হামলায় মাথা, পা ও পেটে আঘাত পেয়েছিলেন মোবারক।

এ বিষয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, বিষয়টি এখন পর্যন্ত পুলিশকে অবহিত করা হয়নি। খোঁজখবর নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর