ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিউজবাংলাকে জানান, আগুন নির্বাপণে কাজ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বেলা তিনটা ২০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।
রাজধানীর বনানীর একটি নির্মাণাধীন ভবনের বর্জ্যে বৃহস্পতিবার দুপুরে ধরা আগুন নিভিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস।
বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিউজবাংলাকে জানান, বনানীর ৪ নম্বর সড়কের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ির পাশে নির্মাণাধীন ভবনটিতে বেলা ২টা ৪০ মিনিটে আগুনের খবর আসে। এর ভিত্তিতে বাহিনীর মহাখালীর একটি টহল গাড়ি সেখানে যায়।
তিনি জানান, আগুন নির্বাপণে কাজ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বেলা তিনটা ২০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।
আগুনে কেউ হতাহত হননি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।