প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকা ও নানা অনিয়মের কারণে গুলশানের কাচ্চি ভাই ও ধানসিঁড়ি রেস্তোরাঁসহ বেশ কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে গুলশান ও বনানী এলাকায় চালানো এ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। তার সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরাপত্তা ঝুঁকি পরিদর্শন করে অনিয়মে জড়িতদের ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে নায়নের নেতৃত্বাধীন টিম।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশান-২ নম্বর মোড়ে দুটি ভবনে অভিযান চালায়। এ সময় বেশিরভাগ প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেসব অনুমতির প্রয়োজন হয়, তারা সেসবও দেখাতে পারেনি।
পাশাপাশি অগ্নি নির্বাপণেরও যথেষ্ট প্রস্তুতি ছিল না এসব প্রতিষ্ঠানের। জরুরি মুহূর্তে বের হওয়ার পথে নানা সামগ্রী রেখে বন্ধ করে রাখা ছিল চলাচলের পথ।
অভিযানে কাচ্চি ভাই রেস্তোরাঁকে এক লাখ জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। বলেন, ‘ট্রেড লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র দেখাতে পারেনি কাচ্চি ভাই।’
তিনি আরও বলেন, ‘এ জরিমানার টাকা না দিতে পারলে তিন মাসের কারাভোগ করতে হবে। আগামী সাত দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সকল অনুমোদন সম্পন্ন করতে হবে তাদের।’
এরপরও কাচ্চি ভাইয়ের কাগজপত্র যদি প্রস্তুত না হয় তাহলে রেস্তোরাঁটি সিলগালা করা হবে বলেও জানান তিনি।