কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মাঠ পর্যায়ে পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কুড়িগ্রাম পুলিশ লাইনস পরীক্ষা কেন্দ্র থেকে বুধবার সকালে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটককৃত ভুয়া পরীক্ষার্থী হলেন ৩০ বছর বয়সী মো. ইয়াকুব আলী সাদ্দাম। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ এলাকার গুরজী গ্রামে।
পুলিশের ভাষ্য, কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বুধবার লিখিত নিয়োগ পরীক্ষা চলছিল। ওই সময় সাদ্দাম পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর জায়গায় ভুয়া প্রার্থী হয়ে প্রক্সি পরীক্ষা দিতে বসেন। পরে কাগজপত্র দেখে সন্দেহ হলে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রাম জেলার টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষায় একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’