বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবৈধ মুনাফাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৬ মার্চ, ২০২৪ ১২:৩৫

সরকারপ্রধান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে ওঠে। এসব ব্যবসায়ী, চোরাকারবারি ও ঈদে জাল টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে সংযমের পরিবর্তে কিছু অসাধু ব্যবসায়ী আরও লোভী হয়ে ওঠেন উল্লেখ করে অবৈধ মুনাফাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর উত্তরায় বুধবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদরদপ্তরে বাহিনীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।

বক্তব্যে মজুতদার, অবৈধ মুনাফাকারী, জাল নোটসহ বিভিন্ন বিষয়ে নজরদারি বাড়াতে র‌্যাবকে নির্দেশ দেন সরকারপ্রধান।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে ওঠে। এসব ব্যবসায়ী, চোরাকারবারি ও ঈদে জাল টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।

র‌্যাবের প্রশংসা করে তিনি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব। এ ছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা। জঙ্গি ও সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি ফিরে এসেছে। র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

বিভিন্ন অপরাধ দমনে তৎপরতা বাড়াতে র‌্যাবের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। র‌্যাবকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। পুলিশকেও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।’

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে কীভাবে স্যাংশন আসে? তখন বলেছিলাম, স্যাংশন কখনও একতরফা হয় না। প্রয়োজনে আমরাও স্যাংশন দেব।’

তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের দেশকে আরও উন্নত করতে হবে। দেশের সম্পদ কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নতি করতে হবে।’

সুন্দরবন জলদস্যুমুক্ত করার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘জলদস্যুরা যেন আবারও বিপথে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। তাদের জীবনের প্রয়োজনে যা দরকার, সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের জীবিকার পথ আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে।’

এ বিভাগের আরো খবর