বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খিলগাঁওয়ের স্কাই ভিউ টাওয়ার সিলগালা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৫ মার্চ, ২০২৪ ১৮:১৬

অপ্রশস্ত সিঁড়ি, নিয়ম বহির্ভূতভাবে গড়ে তোলা একাধিক রেস্টুরেন্ট ও পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় ভবনটি সিলগালা করে দিয়েছে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

বেসমেন্টে রেস্টুরেন্ট, অপ্রশস্ত সিঁড়ি এবং পুরো ভবনে পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা না থাকায় খিলগাঁওয়ের নাইটিঙ্গেল স্কাই ভিউ টাওয়ার সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার খিলগাঁওয়ের শহীদ বাকি সড়কে সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত নাইটিঙ্গেল স্কাই ভিউ টাওয়ারে গেলে সেখানে দ্বিতীয় তলার শর্মা কিং বাদে সাত তলা ভবনের বাকি সবগুলো রেস্টুরেন্ট বন্ধ দেখতে পায়। এ সময় ভবনের বেসমেন্টসহ যত্রতত্র রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টের রান্নাঘরগুলো ঝঁকিপুর্ণভাবে গড়ে তোলা, মাত্র ৩ ফুট প্রশস্ততার একটি সিঁড়ি এবং পুরো ভবনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় ভবনটি সিলগালা করে দেয় আদালত।

পরে এ এলাকায় যেসব ভবনে রেস্টুরেন্ট রয়েছে, সেসব ভবনও বন্ধ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘অভিযানে গিয়ে আমরা সেখানে বেসমেন্টসহ যত্রতত্র রেস্টুরেন্ট এবং অপ্রশস্ত সিঁড়ি দেখতে পাই। এ ছাড়া বিল্ডিং কোড অনুযায়ী সেখানে প্রয়োজনীয় সংখ্যক সিঁড়ি ছিল না। রেস্টুরেন্টের রান্নাঘরগুলো ঝুঁকিপূর্ণভাবে গড়ে তোলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে পুরো ভবনটি আমরা সিলগালা করে দিয়েছি।’

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর ১৮ ধারা অনুযায়ী ভবনটি সিলগালা করা হয় বলে জানান তিনি।

অভিযানে অন্যান্যদের মধ্যে করপোরেশনের অঞ্চল-২-এর নিরাপদ খাদ্য পরিদর্শক মোহা. কামরুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এটিএম শামসুজ্জোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর