যশোরের স্থলবন্দর বেনাপোল দিয়ে নিয়মিত বিভিন্ন রকমের ফল ও মাছসহ উচ্চ পচনশীল পণ্য বাংলাদেশে আমদানি হয়ে থাকে ভারত থেকে, তবে হঠাৎ করে সন্ধ্যার পর এ সমস্ত পণ্য বন্দরে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ বলছে, রাতে এ জাতীয় পণ্য বন্দরে প্রবেশ করলে অনেকেই সন্দেহ করে। তাই সন্ধ্যা ৬টার মধ্যে ফল মাছসহ সব ধরনের উচ্চ পচনশীল পণ্য বন্দরে প্রবেশ করতে হবে।
যদিও সরকারের নির্দেশনা রয়েছে ২৪ ঘণ্টা পণ্য খালাসের।
প্রতি বছর রমজান মাসকে সামনে রেখে বেনাপোল বন্দর দিয়ে আমদানিকারকরা বিভিন্ন রকমের ফল, মাছ, কেপসিকাম, আতা, টমেটো ইত্যাদি আমদানি করে থাকে। এ মাসে বন্দরে আমদানিকৃত পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দর দিয়ে প্রতিদিন প্রায় দেড় শতাধিক ট্রাকে পচনশীল পণ্য আমদানি হয়। ভারত থেকে এসব পণ্য বোঝাই ট্রাকগুলো সাধারণত বিকেলে বন্দরে প্রবেশ করে। অনেক সময় এসব ট্রাক প্রবেশ করতে রাত হয়ে যায়, কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে রাতে কোনো ফল ও মাছের ট্রাক বন্দরে প্রবেশ করতে পারবে না।
ব্যবসায়ীরা বলছেন, কাস্টমস কর্তৃপক্ষ গত এক সপ্তাহ ধরে পচনশীল পণ্য সন্ধ্যা ৬টার পর বন্দরে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে ওপারে পেট্রাপোল বন্দরে নষ্ট হচ্ছে পচনশলী পণ্যের চালানগুলো।
আমদানিকারক রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, ‘আমি ভারত থেকে ফল ও মাছ আমদানি করি। এই পণ্যগুলো সন্ধ্যার পরে ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ ধরনের কোনো নির্দেশনা কাস্টম কর্তৃপক্ষ দিতে পারে না। বন্দর ২৪ ঘণ্টা চালু থাকার কথা, কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ থেকে সময় কমিয়ে আনা হয়েছে।’
বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দিন গাজী বলেন, ‘কাস্টমস এবং বন্দর মিলিয়েই এ রমজান মাসে সময় বৃদ্ধি করে রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হলে উচ্চ পচনশীল পণ্য খালাস নিতে পারব। ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে অন্যদিকে এসব পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে।’
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, বেনাপোল বন্দরে সোমবার সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৫৫ ট্রাক ফল ও মাছ জাতীয় পচনশীল পণ্য আমদানি হয়েছে, তবে কাস্টমসের বিধি নিষেধের কারণে সন্ধ্যার পর পচনশীল কোনো পণ্য বন্দরে প্রবেশ করেনি।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, ফল, মাছ, কেপসিকাম, টমেটোসহ ইত্যাদি বিভিন্ন ধরনের পচনশীল পণ্য সন্ধ্যা ৬টার মধ্যেই বন্দরে প্রবেশ করতে হবে। রাতে এ জাতীয় পণ্য বন্দরে প্রবেশ করলে অনেকেই সন্দেহ করে।
রাতে নানা ধরনের অনিয়মেরও সুযোগ থেকে, তাই এসব পণ্য বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না। কাস্টমস কর্তৃপক্ষ এর দায়িত্ব নেবে না বলেও জানান তিনি।