আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।
ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব বলেন, ‘কোনো কেন্দ্রে যদি একটি ভোট দুই নম্বরি করা হয় তাহলে পুলিশকে জানাতে হবে। পুলিশ যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হবে।’
তিনি জানান, এমন অবস্থায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে না। পুনরায় ওই কেন্দ্রে আবার ভোটগ্রহণ করা হবে।
এ সময় আহসান হাবিব বলেন, ‘আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।’
জেলা প্রশাসকের দরবার হলে রোববার রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
আগামী শনিবার অনুষ্ঠিতব্য পটুয়াখালী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে রোববার দিনভর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও সব প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান হাবিব।
৫০ হাজার ৬৯৯ জন মোট ভোটারের এ পৌরসভায় পাঁচজন মেয়র প্রার্থী, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৫ জন নারী প্রার্থী এবং ৯টি ওয়ার্ডে ৪১ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।