মানিকগঞ্জের জান্নাতুল বাকি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের নবগ্রাম এলাকায় অবস্থিত ওই কবরস্থানে এ ঘটনা ঘটে।
মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, ‘রোববার সকালে স্থানীয়রা কবরস্থানের পাশের রাস্তা দিয়ে কাজে যাওয়ার পথে কবরের মাটি খোড়া দেখে কবরস্থান কমিটির লোকজনকে জানান। পরে তারা গিয়ে দেখেন, রাতের আঁধারে কারা ১৮টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।’
এর আগেও এই কবরস্থান থেকে কয়েকবার কঙ্কাল চুরি হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা জানান, এই কবরস্থানে তাদের পূর্বপুরুষদের দাফন করা হয়েছে। অনেক সময় তাদের কথা মনে পড়লে কবর জিয়ারত করেন তারা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ‘মরেও শান্তি নাই’ বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতের আঁধারে কারা কী উদ্দেশ্যে কঙ্কাল চুরি করেছে, তা তদন্ত করে বের করা হবে।
জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।