চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকুয়াম ক্লিনার ও ব্লেন্ডিং মেশিনের ভেতর লুকায়িত প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি উড়োজাহাজের দুই যাত্রীর কাছ থেকে শনিবার সকালে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী কাস্টমস স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের যৌথ উদ্যোগে চট্টগ্রামের পটিয়ার মো. শফিকুল ইসলামের ব্যাগ তল্লাশি করে একটি গৃহস্থালি মেশিনের ভেতর থেকে স্বর্ণ পাওয়া পায়। এর ওজন এক কেজি ১১৪ গ্রাম।
একই ফ্লাইটে আসা চট্টগ্রামের হাটহাজারীর মো. মোরশেদের আনা কোভ্যাক্স হাই প্রেশার ওয়াশার মেশিন থেকে এক কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
শাহ আমানত বিমানবন্দরের দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যাত্রীর ব্যাগে থাকা কোভ্যাক্স হাই প্রেশার ওয়াশার মেশিনের ওজন অস্বাভাবিক ছিল। তাই বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কাটার মেশিনের সাহায্যে সেটি কাটা হয়। ওই মেশিনের রোলারের ভেতরে বিশেষভাবে লুকানো একটি দণ্ডাকৃতির পিণ্ড পাওয়া যায়। পরে বাংলাদেশ জুয়েলারি সমিতির সার্টিফায়েড স্বর্ণকার দিয়ে সেটি পরীক্ষা করা হয়। পিণ্ডটি ছিল ২৪ ক্যারেটের এক হাজার ১০০ গ্রাম স্বর্ণ।
মহিউদ্দিন আরও জানান, ওই যাত্রীর দেহ তল্লাশি করে ২২ ক্যারেটের দুটি স্বর্ণের চুড়ি, চারটি আংটি পাওয়া যায়, যার ওজন ১০০ গ্রাম।