কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) উপনির্বাচনে মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে।
নগরের ১৫ নম্বর ওয়ার্ডের গদার মার কলোনিতে শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে লড়া সাক্কুর ব্যক্তিগত সহকারী কবির মজুমদারের অভিযোগ, আওয়ামী লীগের এক ওয়ার্ড কাউন্সিলর ও আরেক যুবলীগ নেতার কর্মী-সমর্থকরা সাক্কুর উঠান বৈঠকে চেয়ার ও টেবিল ভাঙচুর করেন।
কবির বলেন, ‘আগে থেকে ঠিক করে রাখা কর্মসূচি অনুযায়ী আমাদের গদারমা কলোনিতে উঠান বৈঠকের প্রস্তুতি চলছিল। বৈঠকের আগে চেয়ার, টেবিল সাজানোর কাজ চলছিল।’
তিনি আরও বলেন, হঠাৎ করে ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিল ও যুবলীগ নেতা রোকন উদ্দীনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল এসে চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। ওই সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে বাস প্রতীকের কর্মী-সমর্থকরা হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’