পুলিশ সপ্তাহ-২০২৪ এর চতুর্থ দিন শুক্রবারের সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর বেইলি রোডে বৃহস্পতিবার রাতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি আগুনের খবর পেয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ এর চলমান অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং উদ্ধার কার্যক্রম তদারক করেন। পুলিশ প্রধান পরে হতাহতদের দেখতে গভীর রাতে বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।
এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুক্রবারের আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা বাতিল করা হয়। সাধারণত এই মতবিনিময় সভার পাশাপাশি পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের গেট টুগেদার হয়ে থাকে।
প্রসঙ্গত, বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বুয়েটে পড়ুয়া মেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।