বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেইলি রোডের আগুন কেড়ে নিল দুই বুয়েট শিক্ষার্থীর প্রাণ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১ মার্চ, ২০২৪ ১৭:৫৭

প্রাণ হারানো বুয়েটের এই দুই শিক্ষার্থী হলেন- তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আমিন ও একই ব্যাচের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী লামিশা ইসলাম।

রাজধানীর বেইলি রোডে বৃহস্পতিবার রাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডি্যৃাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘বেইলি রোডে বহুতল ভবনে সৃষ্ট অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের মধ্যে দুজন বুয়েটের শিক্ষার্থী। তারা হলেন- তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আমিন ও একই ব্যাচের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী লামিশা ইসলাম।

ঢাকা মেডিক্যাল থেকে তাদের মরদেহ শুক্রবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীর বেইলি রোডে ‘কাচ্চি ভাই’রেস্তোরাঁর ভবনে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১০ জন মারা যান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ৩৬ জন মারা যান ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে।

এ বিভাগের আরো খবর