প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে। এতে চট্টগ্রামের দুজন এমপি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন, যারা শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়।
সম্প্রসারিত মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে যে দুজন স্থান পাচ্ছেন, তাদের বৃহস্পতিবার রাতে কল করে আমন্ত্রণ জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
ডাক পাওয়া দুই এমপি হলেন ওয়াসিকা আয়শা খান ও নজরুল ইসলাম চৌধুরী। তাদের মধ্যে ওয়াসিকা আয়শা খান সংরক্ষিত নারী আসন-৩১-এর তিনবারের এমপি। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে।
আরেক এমপি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এ বিষয়ে জানতে চাইলে এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাকে মন্ত্রিপরিষদ থেকে শপথ নেয়ার জন্য কল করা হয়েছে। আমাকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে।’