বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিক অভিশ্রুতির প্রাণ গেল বেইলি রোডের আগুনে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১ মার্চ, ২০২৪ ১৩:২০

দ্য রিপোর্ট ডট লাইভের চিফ রিপোর্টার গোলাম রাব্বানি শুক্রবার নিউজবাংলাকে অভিশ্রুতির মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, ‘সে (অভিশ্রুতি) গত জানুয়ারি পর্যন্ত দ্য রিপোর্টের মাল্টিমিডিয়া রিপোর্টার ছিল। জানুয়ারিতে সে চাকরি ছেড়ে দেয়। চাকরিরত অবস্থায় অভিশ্রুতি নির্বাচন কমিশন বিট করত।’

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে বৃহস্পতিবার রাতের আগুনে মৃত্যু হয়েছে অভিশ্রুতি শাস্ত্রী নামের এক সাংবাদিকের, যিনি কাজ করতেন দ্য রিপোর্ট ডট লাইভ নামের একটি সংবাদমাধ্যমে।

দ্য রিপোর্ট ডট লাইভের চিফ রিপোর্টার গোলাম রাব্বানি শুক্রবার নিউজবাংলাকে অভিশ্রুতির মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, ‘সে (অভিশ্রুতি) গত জানুয়ারি পর্যন্ত দ্য রিপোর্টের মাল্টিমিডিয়া রিপোর্টার ছিল। জানুয়ারিতে সে চাকরি ছেড়ে দেয়। চাকরিরত অবস্থায় অভিশ্রুতি নির্বাচন কমিশন বিট করত।

‘তার বাড়ি কুষ্টিয়া জেলায়। সে সদ্য ইডেন মহিলা কলেজ থেকে অনার্স পরীক্ষা দিয়েছে।’

তিনি আরও জানান, ঢাকার শান্তিনগরের একটি বাসায় থাকতেন অভিশ্রুতি। তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাখা হয়েছে।

বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ নামের রেস্তোরাঁর ভবনে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বাহিনীর ১৩টি ইউনিট রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

এ বিভাগের আরো খবর