কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচন নিয়ে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা সভা ও মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আইনশৃঙ্খলা সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম করার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সব প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনের ফলের মতোই বিরতিহীনভাবে ফল প্রকাশ করা হবে। একাধিক কর্মকর্তা ফল প্রকাশের সময় থাকবেন, যেন বিরতিহীনভাবে ফল প্রকাশ করা যায়।
ওই সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এর আগে কুমিল্লা সার্কিট হাউজে বেলা সাড়ে ১১টায় সিটি করপোরেশন উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন।
আইনশৃঙ্খলা সভা শেষে একই স্থানে চার প্রার্থীকে নিয়ে মতবিনিময় করেন তিনি। ওই সময় চার প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সঙ্গেও কথা বলেন এ কমিশনার।
মতবিনিময়ের সময় হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দীন কায়সার ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বিভিন্ন বিষয়ে তার কাছে অভিযোগ করেন।
বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা কোনো অভিযোগ করেননি।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোংনে থোয়াই মারমা, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা।