রাজধানীর শনির আখড়ায় মোবাইল ফোন ছিনতাইকারী ধরাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, এতে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে আটটার দিকের এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন ইমন, মাইনুল, জাহিদ হাসান, সৈকত হোসেন ও সাইমুন ইসলাম। এদের বয়স ২০ থেকে ২৪ এর মধ্যে। তারা প্রত্যেকেই ঢাবির গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ঢাবির গণিত বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের সুবর্ণ গ্রামে ট্যুরে গিয়েছিলেন গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ট্যুরে মোট আটটি বাস ছিল।
তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে ফেরার পথে শনির আখড়ায় আসা মাত্র বাসে জানালার পাশ থেকে একজন ছাত্রীর ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা, পরে শিক্ষার্থীরা বাস থামিয়ে ছিনতাইকারী সন্ধেহে কয়েকজনকে ধরে ফেলে।
শহিদুল ইসলাম জানান, এ সময় তাদের সঙ্গে কথা কাটাকাটি বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মারামারির ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।