আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পেলেন আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি’স ব্যাজ)।
বুধবার পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এই ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি ব্যাজপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেন।
এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এদিন চারশ’ পুলিশ সদস্যকে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
৬টি ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ দেয়া হয়। এর মধ্যে এবার ‘এ’ ক্যাটাগরিতে ১১৫, ‘বি’ ক্যাটাগরিতে ১২৮, ‘সি’ ক্যাটাগরিতে ১০৭, ‘ডি’ ক্যাটাগরিতে ৫৭, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ ও ‘এফ’ ক্যাটাগরিতে ৩০ জন পুলিশ সদস্য ব্যাজ পেয়েছেন।