মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার হন তারা।
নিহত আব্দুল কুদ্দুস সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া এলাকার মৃত মিনাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সিরাজপুর বাজারে সারের ব্যবসা করতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইরের সিরাজপুর এলাকার ৪৫ বছর বয়সী আবুল কালাম ও ৪১ বছর বয়সী আব্দুল গফুর, ৩২ বছর বয়সী মিলন মিয়া, ২২ বছর বয়সী জুবায়ের হোসেন, ৩৮ বছর বয়সী মোখলেস মিয়া, ৪৮ বছর বয়সী আবুল হোসেন ও ২৩ বছর বয়সী আওয়াল হোসেন।
মানিকগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্তি পুলিশ সুপার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া দেওয়ানবাড়ী মসজিদের সামনে আবদুল কুদ্দুসসহ বেশ কয়েজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যান আসামিরা। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে আব্দুল কুদ্দুস মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে ১০ থেকে ১২জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন।
তিনি বলেন, ‘মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে মামলার সাত আসামিকেই গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’