জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ১৪ বছরের কারাদণ্ডের আদেশ বহাল থাকছে।
মিজানের আপিল শুনানিতে বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
গত বছরের ২১ জুন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মিজানুর রহমানকে ১৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া এ মামলায় মিজানুর রহমানের স্ত্রী, ভাই ও ভাগনেকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম ওই রায় ঘোষণা করেন। পরে এ নিয়ে আপিল করেন বরখাস্ত ডিআইজি মিজান।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শেষে ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন সংস্থার পরিচালক মঞ্জুর মোর্শেদ।
মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
মামলার পর আত্মগোপনে থাকা মিজান ওই বছরের ১ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নাকচ হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।