নারায়ণগঞ্জে ১১ মাসের এক শিশু চুরির মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, হাসিনা বেগম ওরফে হাছনা (৪৫) ও সেতারা বেগম (৬০)। তাদের মধ্যে সেতারা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তিনি বন্দর উপজেলার রেললাইনের বাসিন্দা মৃত অলিউল্লাহর স্ত্রী। আর হাছনা টাংগাইলের বাসিন্দা।
মামলার বিবরণীতে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৮ সালের ৩ আগষ্ট নারায়ণগঞ্জ সদর থানায় সজিব নামে ১১ মাসের শিশু চুরির অভিযোগ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা হয়। মামলাটি করেন নলুয়া পাড়া এলাকার বাসিন্দা স্বপন শেখের স্ত্রী পারুল আক্তার।
মামলায় উল্লেখ করা হয়, ৩১ জুলাই বাড়ি থেকে শিশুটি চুরি হয়ে গেছে৷ পরে পুলিশের চেষ্টায় শিশুকে উদ্ধার করা হয়। এ সময় ওই দুই নারীকে আটক করে পুলিশ। তদন্তে বেড়িয়ে আসে শিশুটিকে বিক্রি করার জন্য চুরি করে হাছনা ও সেতারা। এ ঘটনায় তাদের দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর মামলাটি বিচারিক আদালতে যায়।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিব উদ্দিন আহমেদ জানান, শিশু চুরির মামলা তদন্ত কর্মকর্তাসহ সাতজনের সাক্ষ্য শেষে আদালত রায় দিয়েছে। মামলা চলাকালে জামিনে বেড়িয়ে পলাতক হন হাছনা। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।