বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারারক্ষীর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৩৫

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কারারক্ষী মারা গেছেন।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

৪০ বছর বয়সী আমজাদ হোসেন কাশিমপুর কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

আমজাদকে হাসপাতালে নিয়ে আসা তার ভায়রা মো. নুরুল ইসলাম বলেন, আমার ভায়রা আমজাদ কাশিমপুর কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে আসেন।

তিনি বলেন, নিজের জমির বাউন্ডারি ওয়ালের গাঁথুনিতে পুকুর থেকে পানি দেয়ার জন্য মোটরের সুইচে চাপ দিলে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিনি পুকুর পাড়ে লুটিয়ে পড়েন, পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।

আমজাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নোয়াকান্দি গ্রামে। তিনি আবদুর রশিদের ছেলে, তাদের বর্তমান ঠিকানা নানাখী উত্তরপাড়া গ্রাম, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন আমজাদ।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, কারারক্ষী আমজাদের মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গ্রামের বাড়ি সোনারগাঁও নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি সোনারগাঁও থানায় জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর