বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের সিদ্ধান্ত প্রত্যাহার

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:০৯

আগের প্রজ্ঞাপন বাতিল করে রোববার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পূর্বে পাঠানো নির্দেশনার ওপর কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। একইসঙ্গে পূর্বে পাঠানো পত্রটিও বাতিল বলে গণ্য করা হলো।’

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ ও কলাতলী ও সুগন্ধা বিচের মাঝখানের এলাকাকে ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের সিদ্ধান্ত নিয়ে নানা সমালোচনার এক সপ্তাহ পর আগের সিদ্ধান্ত বাতিল করা হলো।

রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুগন্ধা পয়েন্টের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু বিচ’ ও কলাতলী ও সুগন্ধা বিচের মাঝখানের এলাকাকে ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করে গত ১৯ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

তবে সেই প্রজ্ঞাপন বাতিল করে রোববার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পূর্বে পাঠানো নির্দেশনার ওপর কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। একইসঙ্গে পূর্বে পাঠানো পত্রটিও বাতিল বলে গণ্য করা হলো।’

উল্লেখ্য, সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’-এ নামকরণের জন্য মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া আবেদন করেছিলেন। পরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১৩তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সুপারিশ করা হলে সেটি বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেয় মন্ত্রণালয়।

এ বিভাগের আরো খবর