বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাজারীবাগে প্রেমিকের বন্ধুর বাসায় তরুণীর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:০২

রুহিকে হাসপাতালে নিয়ে যাওয়া রিফাত বলেন, ‘রুহির সঙ্গে আমার চার মাস আগে সম্পর্ক হয়, পরে জানতে পারি শাওন নামে আরেক ছেলের সঙ্গে রুহির প্রেমের সম্পর্ক আছে। তখন আমি ওর সঙ্গে চলাফেরা বন্ধ করে দেই।’

রাজধানীর হাজারীবাগে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

কালুনগর এলাকায় রোববার রাত ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকালে তার মৃত্যু হয়।

১৮ বছর বয়সী রুহি আক্তার একটি বিউটি পার্লারে কাজ করতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। ধানমন্ডিতে একটি বাড়িতে বসবাস করতেন তিনি।

রুহিকে হাসপাতালে নিয়ে যান রিফাত হাসান।

তিনি বলেন, ‘রুহির সঙ্গে আমার চার মাস আগে সম্পর্ক হয়, পরে জানতে পারি শাওন নামে আরেক ছেলের সঙ্গে রুহির প্রেমের সম্পর্ক আছে। তখন আমি ওর সঙ্গে চলাফেরা বন্ধ করে দেই। পরে আমার এক বন্ধু আরমানকে নিয়ে গত রাতে হাজারীবাগে ওর বাসায় যাই। সেখানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

এ ঘটনয় তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে তাদের হাজারীবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর