বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গার্মেন্টকর্মী ধর্ষণ: যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধি, মানিকগঞ্জ   
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:০২

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘আসামিরা সাজা এড়াতে মামলার পর থেকে পলাতক ছিলেন। এরপর গোপন সংবাদ সূত্রে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে রোববার রাতে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জের সিংগাইরে গার্মেন্টসকর্মী ধর্ষণের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

উপজেলার সিংগাইরের ভূমদক্ষিণ এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

গ্রেপ্তার আবুল হোসেন রাজিব সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। এ মামলার আরেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া পলাতক।

এজহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৭ মে গার্মেন্টসের কাজ শেষে বাড়ি ফেরার পথে আবুল হোসেন, মানিক মিয়া, আবদুল খালেক ও আবুল কালাম ওই নারীকে অপহরণ করেন এবং ধল্লা এলাকার চকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় আসামিরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে সিংগাইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর ঘটনার পর দিন ওই নারীর বাবা বাদী হয়ে আবুল হোসেনসহ বেশ কয়েকজনের নামে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আবুল হোসেন ও মানিক মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১৭ সালের ১৪ মে আদালতের বিচারক আসামিদের অনুপস্থিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণর সময় আসামি আবুল হোসেন ও মানিক মিয়া পলাতক ছিলেন।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, আসামিরা সাজা এড়াতে মামলার পর থেকে পলাতক ছিলেন। এরপর গোপন সংবাদ সূত্রে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে রোববার রাতে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে এবং এই মামলার অপর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর