কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় অসুস্থ নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করেছেন কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাফর আলম।
পৌর শহরের চিরিঙ্গা এলাকার জনতা টাওয়ারে পৌরসভা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে শনিবার সকালে এ চেক দেয়া হয়।
সকালে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জাফর আলম প্রধানমন্ত্রীর বরাদ্দ দেয়া ৪৩ লাখ টাকার এ অনুদানের চেক ৭৩ জন নারী-পুরুষকে দেন।
চিকিৎসা সহায়তা পাওয়া নুরুল হোছাইন বলেন, ‘অনেক দিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছি। সাবেক এমপি সাহেবের কাছে আসছিলাম সহায়তার জন্য। তিনি একবারে তিন লাখ টাকা পাইয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সাবেক এমপি জাফরের প্রতি কৃতজ্ঞ।’
সাবেক এমপি জাফর আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তাসহ চকরিয়া-পেকুয়ার মানুষকে সরকারের কাছ থেকে পাওয়া এই সহায়তা পৌঁছে দেয়ার সৌভাগ্য আমার হয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও এই কার্যক্রম চলমান যেন থাকে, সে জন্য শেখ হাসিনার জন্য দোয়া করবেন।’