‘আমরা তিন বন্ধু মিলে লেখাপড়ার পাশাপাশি স্বাবলম্বী হতে এই মাছ চাষ করি, কিন্তু আমাদের সেই স্বপ্ন এখন পুকুরের পানিতে ভাসছে। কারা আমাদের পুকুরে বিষ দিয়েছে, আমরা জানি না।’
কথাগুলো বলছিলেন মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মাথাভাঙ্গা এলাকার সোহানুর বেপারী।
তার অভিযোগ, শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ নিধন করেছে।মরা মাছগুলো উল্টে শনিবার সকালে পুকুরে ভেসে ওঠে।
সোহানুর জানান, ছয় মাস আগে তিনি, রাব্বি সরদার ও ফেরদাউস শিকদার মিলে মাথাভাঙ্গা হাটের পশ্চিম পাশে সোনালি ব্রিকস নামের ইটভাটা সংলগ্ন ৪০ শতাংশ জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। পুকুরে তারা ছয় লাখ টাকার তেলাপিয়া, রুই, কাতলা, ব্রিগেড, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন।
তিনি জানান, সেই মাছগুলোর একেকটা এক কেজি ওজনের বেশি হয়েছে। তারা তিন বন্ধু মিলে ভেবেছিলেন, দুই-এক দিনের মধ্যে মাছগুলো ধরবেন, কিন্তু তার আগেই পুকুরে দেয়া হয় বিষ।
এ যুবক জানান, পুকুরে বিষ প্রয়োগের পর চিকিৎসক ডেকে আনে পানি পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে, যার কারণে মাছ মরে উল্টো হয়ে ভেসে ওঠে।
সোহানুরের বন্ধু রাব্বি সরদার বলেন, ‘মাছের সাথে এ কেমন শত্রুতা? আমরা নিজের অর্থ দিয়ে এই মাছ চাষের উদ্যোগ নিয়েছি। এখনও আমাদের মাছের খাবারের এক লক্ষ টাকা বাকি পড়ে আছে দোকানে।
‘এ অবস্থায় এখন আবার পুকুরের অর্ধেক মাছ মারা গেছে। আমরা এখন এই ক্ষতি কেমন করে পূরণ করব? যারা আমাদের এই ক্ষতি করেছে, আমি প্রশাসনের কাছে তাদের বিচার চাই।’
জানতে চাইলে মাদারীপুর সদর থানার ওসি এইচ এম সালাহ উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনলাম। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’