মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাজীরবাগ চৌরাস্তা এলাকায় সিরাজদিখান-টঙ্গিবাড়ী আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে টঙ্গিবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীরবাগ চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের ভেতরে তল্লাশি চালিয়েছেন। তবে বাসে কোনো যাত্রী পাওয়া যায়নি। বাসের নিচে কেউ চাপা পড়েছে কি না তা নিশ্চিত করতে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসে অল্পসংখ্যক যাত্রী ছিল, তারা বাস থেকে নেমে যেতে সমর্থ হয়েছে। এদের মধ্যে আহত তিনজনকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাস টেনে তোলার কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।