বরিশাল নগরীর রূপাতলী এলাকায় আগুনে পুড়ে গেছে সুগারি পেস্ট্রি অ্যান্ড ডাইন বিস্ট্রো নামের একটি বুফে রেস্তোরাঁ।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটা এ অগ্নিকাণ্ডে রেস্তোরাঁর কর্মী বিএম কলেজের এক ছাত্রী আহত হয়েছেন।
আহত কর্মীর নাম সুমাইয়া আক্তার আইরিন। তিনি বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
রেস্তোরাঁর কর্মচারী মো. সোহেল জানান, প্রতি শনিবার রেস্তোরাঁয় বুফে হয়। বুফের খাবার টেবিলে সাজানো হয়। পরে খাবার গরম রাখার জন্য নিচে আগুন জ্বালানোর চেষ্টা করেন তারা। এ সময় বিদ্যুৎ চলে গেলে শব্দ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। পাশে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সোহেল বলেন, ‘আগুন জ্বালাতে গিয়ে কর্মী আইরিনের হাত পুড়ে গিয়ে আহত হয়েছেন। রেস্তোরাঁর সকল মালামাল পুড়ে গেছে।’
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেল্লালউদ্দিন বলেন, ‘রূপাতলী হাউজিং লেন এলাকায় নির্মানাধীন একটি দশতলা ভবনের দ্বিতীয় তলায় রেস্তোরাঁ। সেখানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা যাই। এ সময় আমাদের তিনটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।’
তিনি জানান, রেস্তোরাঁয় স্পিরিট ব্যবহাহৃত হয়। অসাবধানতাবশত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত না করে বলা যাবে না।