গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। তারা ময়লার ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন।
নিহত ওই নারী শ্রমিকের নাম মুনিরা, যার বয়স ৩০ বছর। তিনি স্থানীয় বার্নহাজ টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার অশোক কুমার পাল বলেন, ‘সকালে কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল ওই নারী পোশাকশ্রমিক। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।
‘শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়িতে ভাঙচুর চালায় এবং ময়লার গাড়িতে অগ্নিসংযোগ করে।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ রয়েছে।’