বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানসিক ভারসাম্যহীনকে ‘পিটিয়ে হত্যা’, ২ হাসপাতালকর্মী গ্রেপ্তার

  • প্রতিনিধি, সাভার (ঢাকা)   
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:২৪

গত ২০ ফেব্রুয়ারি ভোরে ভুক্তভোগী যুবক হান্নান শেখ প্রতিষ্ঠানটির তৃতীয় তলায় প্রবেশ করলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঢাকার সাভারে একটি নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনার দুই দিন পর প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের দুলাভাই ময়নুল ইসলাম লিয়াকত বাদী হয়ে শুক্রবার আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হসপিটাল থেকে প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২০ ফেব্রুয়ারি ভোরে ভুক্তভোগী হান্নান শেখ প্রতিষ্ঠানটির তৃতীয় তলায় প্রবেশ করলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাঁইচাবাড়ী এলাকার মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউটের নিরাপত্তাকর্মী ৫৫ বছর বয়সী মো. মুসলিম ও একই এলাকার প্রতিষ্ঠানটির স্টাফ ২৮ বছর বয়সী মো. সাইফুল শেখ।

মামলার এজাহারে বলা হয়, পাবনা সদর থানার ভাড়ারা মধ্যজামুয়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে ভুক্তভোগী হান্নান শেখ অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ৭-৮ মাস আগে পাবনার নিজ বাড়ি থেকে হারিয়ে গেলে অনেক খোঁজ করেও সন্ধান মেলেনি। এ ঘটনার পর গত ২১ ফেব্রুয়ারি আশুলিয়া থানা পুলিশের মাধ্যমে হান্নান শেখের মৃত্যুর বিষয়টি জানতে পারেন স্বজনরা। পরে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন ভুক্তভোগীর স্বজনরা।

এজাহারে আরও বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি ভোরে ভুক্তভোগী হান্নান শেখ মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হসপিটালের তৃতীয় তলায় প্রবেশ করেন। সে সময় হাসপাতালের নিরাপত্তাকর্মী ও স্টাফরা তাকে চোর ভেবে ব্যাপক মারধর করে গুরুতর আহত করেন। পরে হান্নান সঙ্গাহীন হয়ে পড়লে তাকে গুরুতর অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হসপিটালে গেলে প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির ম্যানেজার আব্দুল মালেক ফায়েক বলেন, ‘আমি তো এখন ওখানে নেই। উকিল সাহেবের কাছে আছি। এখন কথা বলতে পারব না।’

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ‘হান্নান শেখ নামে এক যুবক মাউন্ট নার্সিং ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করলে চোর সন্দেহে তাকে মারধর করেন হাসপাতালটির লোকজন। পরে তার মৃত্যু হয়। নিহত যুবক মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে তার পরিবার।’

তিনি বলেন, ‘আজ ভুক্তভোগীর পরিবার থানায় একটি হত্যা মামলা করে। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালটির এক নিরাপত্তাকর্মী ও স্টাফসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর