ভারতের হায়দরাবাদে শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তেলেঙ্গানার বিধায়ক (এমএলএ) লাস্য নন্দিতা।
ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) এ নেত্রী মাত্র ১০ দিন আগে তেলেঙ্গানার নারকেটপল্লি এলাকায় একটি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার লাস্য নন্দিতাকে বহনকারী স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল তথা এসইউভিটি ধাক্কা খায় একটি রোড ডিভাইডারে। এতে প্রাণ হারান ৩৭ বছর বয়সী বিধায়ক।
এর ১০ দিন আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির জনসভায় অংশ নিতে গাড়িতে করে যাচ্ছিলেন নন্দিতা। ওই সময় মাতাল এক চালক তার গাড়িটিকে ধাক্কা দেয়। সেই দুর্ঘটনায় নন্দিতার বাড়ির রক্ষী নিহত হলেও এ বিধায়ক সামান্য আহত হয়েছিলেন।
সর্বশেষ শুক্রবার তেলেঙ্গানার এমএলএকে বহনকারী মারুতি এক্সএলসিক্স গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে হায়দরাবাদের আউটার রিং রোডের ডিভাইডারে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই নিহত হন লাস্য নন্দিতা। তার গাড়ির চালকের অবস্থা গুরুতর, যাকে চিকিৎসা দেয়া হচ্ছে বেসরকারি একটি হাসপাতালে।
দুর্ঘটনার পর নন্দিতাকে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট (এসসি) এলাকার একটি হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে জানান।
হায়দরাবাদে ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন লাস্য নন্দিতা, যিনি রাজনীতিতে প্রবেশ করেন এক দশক আগে। ২০২৩ সালে অনুষ্ঠিত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এমএলএ নির্বাচিত হন তিনি।