মুন্সীগঞ্জ সদরের একটি মাছের আড়ত থেকে ৩৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ।
উপজেলার রিকাবীবাজারে শুক্রবার সকাল থেকে তল্লাশি চালিয়ে বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে সদর উপজেলা মৎস্য অধিদপ্তর ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।
মুক্তারপুর নৌফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত থেকে আমরা ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান করি । অভিযানে ৩৫ মণ জাটকা জব্দ করি, পরে সকাল ১০টার দিকে মাছগুলো দুস্থ ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।’
তিনি জানান, এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান অভিযান প্রসঙ্গে জানান, প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট আট মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয় বিক্রয় মজুত এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা পালনে প্রশাসন বদ্ধপরিকর।
ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।