জার্মানির মিউনিখে গত সপ্তাহে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ শান্তি, সার্বভৌমত্ব ও সার্বিক বিশ্ব নিরাপত্তার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিউনিখে তিন দিনের সফরের বিষয়ে জানাতে শুক্রবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি মিউনিখ গিয়ে ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। মিউনিখে অবস্থানকালে তিনি সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জাননো হয়, লিখিত বক্তব্যে শেখ হাসিনা তার এ সফরকে সফল বলে উল্লেখ করেন।
তিনি বলেন, তিনি বিশ্ব নেতাদের বলেছেন, আকার নয়, একটি দেশের নীতির শক্তিই হচ্ছে রাজনৈতিক ও আর্থ-সামাজিক মুক্তির পথ।
প্রধানমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এ সম্পর্কের ধারাবাহিকতা আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে উন্মোচন হয়েছে সহযোগিতার নতুন দিগন্ত।