বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জানাজায় বাধা, পুলিশি হস্তক্ষেপে দুই দিন পর দাফন

  • প্রতিনিধি, গাইবান্ধা   
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩৫

পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ বলেন, ‘আর্থিক দ্বন্দ্বের জেরে তিন দিনেও (দুই দিন পর) মরদেহ দাফন করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের নিয়ে বৈঠক করে উভয় পক্ষের সমঝোতায় পুলিশের উপস্থিতিতে ওই রাতে মরদেহ দাফন করা হয়।’

গাইবান্ধার পলাশবাড়ীতে টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মৃত্যুর দুই দিন পর দাফন করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের নিঃসন্তান এক সরকারি কর্মচারীকে।

পুলিশি হস্তক্ষেপে উপজেলার বেতকাপা ইউনিয়নের শাকোয়া মাঝিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার রাতে মরদেহ দাফন করা হয়।

এর আগে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাকালে মঙ্গলবার রাতে মারা যান তিনি।

গণপূর্ত অধিদপ্তরের ওই কর্মচারীর নাম মোতাহার হোসেন মুন্সী। তিনি ওই দপ্তরে অফিস সহকারী পোস্টে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসরে যান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিঃসন্তান মোতাহার হোসেন স্ত্রী মাসুমা বেগমকে নিয়ে ধানমন্ডির কলাবাগান এলাকায় বাড়িতে থাকতেন। কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। এ সময় তিনি ঢাকায় এক খণ্ড জমি দুই কোটি ১৮ লাখ টাকায় বিক্রি করেন। এরপর গত এক সপ্তাহ আগে তার অসুস্থতা বাড়লে তাকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাতে মৃত্যু হয় মোতাহারের।

পরের দিন মরদেহ দাফনের জন্য অ্যাম্বুলেন্স করে জন্মস্থান পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া গ্রামে নিয়ে আসেন তার স্ত্রী মাসুমা বেগম, কিন্তু এ সময় জানাজা ও মরদেহ দাফনে বাধা দেন মোতাহার হোসেনের ছোট ভাই নজরুল ইসলাম মুন্সী ও তার ভাতিজা হাবিবসহ পরিবারের সদস্যরা। শরিকরা মোতাহারের স্ত্রী মাসুমা বেগমের কাছে জমি বিক্রির ২ কোটি ১৮ লাখ টাকা কোথায় এবং কোন ব্যাংকে আছে, তা জানতে চান। এতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয়দের চেষ্টায় দ্বন্দ্বের নিরসন না হলে মরদেহ বাড়ির উঠানেই পড়ে থাকে।

ভাই-ভাতিজাদের ভাষ্য, মোতাহার আলী তার নিজ নামের জমি বিক্রির দুই কোটি ১৮ লাখ টাকা স্ত্রী মাসুমা বেগমের নামে ব্যাংকে রাখেন, কিন্তু মোতাহার বেশি অসুস্থ হলে মাসুমা বেগম গোপনে ব্যাংক থেকে এক কোটি টাকা উত্তোলন করে সরিয়ে ফেলেন।

বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিঃসন্তান মোতাহার আলীর ভাই-ভাতিজারা তার সম্পদ বিক্রির প্রায় দুই কোটি ১৮ লাখ টাকা নিয়ে তার স্ত্রী মাসুমা বেগমের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। ভাই-ভাতিজাদের আপত্তি জানানোর কারণে লাশ বাড়ির উঠানে পড়ে ছিল।

‘পরে সমঝোতার মাধ্যমে মোতাহার আলীর স্ত্রী মাসুমা বেগম ভাই-ভাতিজাদের ৬০ লাখ টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন। ফলে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।’

পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ বলেন, ‘আর্থিক দ্বন্দ্বের জেরে তিন দিনেও (দুই দিন পর) মরদেহ দাফন করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের নিয়ে বৈঠক করে উভয় পক্ষের সমঝোতায় পুলিশের উপস্থিতিতে ওই রাতে মরদেহ দাফন করা হয়।’

এ বিভাগের আরো খবর