সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার রাত ১টায় ঢাকায় পৌঁছান তিনি।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শক্রমে গুলশানের বাসায় ৬ মাস বিশ্রামে থাকবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সিঙ্গাপুরের হাসপাতালে মোশাররফ স্যারের ব্রেইনে অপারেশন হয়েছে। সেখানকার চিকিৎসক তাকে আগামী ছয় মাস কোনো ধরনের জনসমাগম ও কারও সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ জুন দলীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ড. মোশাররফ। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।
দু’মাসের বেশি সময় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসেন খন্দকার মোশাররফ। এরপর আবার অসুস্থ হলে বিএনপির জ্যেষ্ঠ এই নেতাকে গত বছরের ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি তাকে আবারও সিঙ্গাপুরে নেয়া হয়।